April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 27th, 2022, 7:33 pm

কোমায় আছেন রড মার্শ

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার ক্রিকেট লিজেন্ড রড মার্শ এখন লড়ছেন জীবনযুদ্ধে। রোববার (২৭ ফেব্রুয়ারি) তার পরিবার এক বিবৃতিতে জানায়, কোমায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার। গত ২৪ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মার্শ। বড় ধরনের হার্ট অ্যাটাক হয় তার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেন ইভেন্টের আয়োজকরা। ৭৪ বছর বয়সী সাবেক তারকার ছেলে পল জানান, সেরে উঠবেন কি না সেটা স্পষ্ট হতে আরো সময় লাগবে। পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান নির্বাহী ও বর্তমান এএফএলপিএ’র এই প্রধান নির্বাহী। পল বলেছেন, ‘আমার মা রস ও বাই ড্যান ও জেমির পক্ষে থেকে আমি বাবার সবশেষ অবস্থা জানাতে চাই। তিনি এখন তার জীবন বাঁচানোর যুদ্ধে লড়ছেন এবং সঙ্কটাপূর্ণ অবস্থায় কোমায় আছেন। এই মুহূর্ত শুধুই অপেক্ষার এবং সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। আমরা জানি বাবার শরীরের অবস্থা জানার অনেক আগ্রহ এবং সারা বিশ্ব থেকে তার প্রতি যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছি তা দেখে আমরা অভিভূত। আমরা তাদের সবার কথা শুনছি ও পড়ছি এবং আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।’ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে মার্শকে হাসপাতালে নেওয়ায় বুলস মাস্টার্স টিমের কর্মকর্তাদের প্রশংসা করেছেন পল। ৯৬ টেস্ট ও ৯২ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খেলেছেন মার্শ। টেস্টে ৩৫৫ ডিসমিসালে দেশের শীর্ষ উইকেটকিপারদের মধ্যে অ্যাডাম গিলক্রিস্ট ও ইয়ান হিলির পরই তার স্থান। স্বদেশের জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি, পদত্যাগ করেন ২০১৬ সালে।