April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 24th, 2022, 7:39 pm

কোরিয়ান সিনেমা ‘বান্ধবী’ বাংলায় আসছে চরকিতে

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো কোনো বাঙালি তরুণ অভিনয় করেছেন কোরিয়ান সিনেমায়। বন্ধুত্বের টানাপোড়নের গল্প নিয়ে ২০০৯ সালে কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল ‘বান্ধবী’। সিন দং ইল পরিচালিত এই সিনেমাটি আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে বাংলা ভাষায় দেখা যাবে চরকিতে। ‘বান্ধবী’ সিনেমায় করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লী নামের বাংলাদেশি সেই তরুণকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সাথে যুক্ত হয়ে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সাথে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন। অনেক অনেক রিহাসসেল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়।‘
মাহবুব আরও বলেন, ‘পুরো টিম খুব সহযোগিতা করেছে আমাকে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এত কষ্টের পর সিনেমাটা যখন বড় পর্দায় দেখি তখন অন্যরকম এক ভালো লাগা কাজ করেছে। এতোদিন চরকিতে আমাদের সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে ভেবেও ভালো লাগছে। এখন সিনেমাটা আমাদের দেশসহ সবাই দেখতে পারবে ভেবেও ভালো লাগছে।‘ পরিবারের অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশী যুবক করিমের। যে কিনা দক্ষিণ কোরিয়াতে কাজ করতে গিয়েছে। নিজের বকেয়া বেতনের আদায়ের জন্যে চেষ্টা করে যাচ্ছে। আর এই ভিনদেশে একা একা করিম কি পারবে মিন-সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে? পরিচালক সিন দং ইল চরকির দর্শকদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘বান্ধবী সিনেমাটি ২০০৯ সালে দক্ষিণ কোরিয়াতে নির্মিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মাঝে পরিবেশিত হওয়াতে আমি আনন্দিত। আশা করি, বাংলাভাষী দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন। চরকির সকল দর্শকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা রইল। তিনি আরও বলেন, ‘সিনেমাটি স্কুলছাত্রী ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রেণী সমস্যা, লিঙ্গ ভেদে ইত্যাদি সিরিয়াস বিষয় থাকলেও তার থেকে বেশী প্রাধান্য পেয়েছে ভালবাসার কথা। এখানে সকল ভিন্নতা হেরে গেছে ভালবাসার কাছে। বাংলাদেশ সম্পর্কে অনেক শুনেছি, জেনেছি তবে কখনো যাওয়া হয়নি। বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ তা বেশ ভাল করেই জানি। সুযোগ হলে অবশ্যই বেরাতে আসব।‘ এই সিনেমায় মাহাবুব লী-এর সাথে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।