অনলাইন ডেস্ক :
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। এই বিষয়টি সেই সময়ের বেশ আলোচিত ছিল গণমাধ্যমে। গুঞ্জন ছিল ভারতের সাবেক ক্রিকেটার ও তৎকালীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করেছিলেন। দীর্ঘদিন পর এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গাঙ্গুলি। একটি রিয়ালিটি শো-তে সৌরভ বলেন, ‘আমি বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় নি। এটা আমি অনেকবার বলেছি।
বিরাট নিজেই টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল না। সে সিদ্ধান্ত নেওয়ার পর আমি বলেছিলাম তাহলে পুরো সাদা বলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নাও। কারণ একজন সাদা বল এবং একজন লাল বলের দায়িত্বে থাকুক।’ সৌরভ আরও বলেন, ‘আমি রোহিত শর্মাকে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার জন্য কিছুটা চাপ দিয়েছিলাম। কারণ, সে তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল না।
তাই এতে হয়তো আমার কিছুটা অবদান আছে। বোর্ড যেই পরিচালনা করুক না কেন, সেটি কোনো বিষয় নয়। খেলোয়াড়দের কাজ হলো, মাঠে ভালো পারফর্ম করা। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করার জন্য আমাকে বিসিসিআই সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল, এটা তারই একটা ছোট অংশ।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা