অনলাইন ডেস্ক :
বছর দুয়েক ধরে সময়টা ভালো যাচ্ছে না ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলির। প্রায় সব ক্ষেত্রেই কেবল পেছনে নামছেন। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও দুইয়ে নেমে গেছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। তাকে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। শুক্রবার রাঞ্চিতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ১৫ বলে ৩১ রান করেন গাপটিল। যদিও ম্যাচটি কিউইরা হেরে গেছে। তবে দল হারলেও ঠিকই ব্যক্তিগত রেকর্ড গড়েছেন এই ওপেনার। কোহলিকে ছাড়িয়ে হয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না বিরাট কোহলি। তাকে বিশ্রাম দেওয়্ াহয়েছে। এই সুযোগটিকেই যেন ভালোভাবেই লুফে নিলেন গাপটিল। বর্তমানে শীর্ষে থাকা মার্টিন গাপটিলের রান ৩২৪৮। আর দুইয়ে থাকা বিরাট কোহলির রান ৩২২৭। এই তালিকায় ৩১৪১ রান নিয়ে তৃতীয় স্থানে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা, ২৬০৮ রান নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ এবং পঞ্চম স্থানে থাকা আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের রান ২৫৭০।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা