অনলাইন ডেস্ক :
১৯৫০ সাল। লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড আর উইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩২৬। জবাবে ইংল্যান্ড শেষ ১৫১ রানে। ৬৬ রানে পাঁচ উইকেট নিয়ে ইংলিশদের ধসিয়ে দেন এক ক্যারিবীয় স্পিনার- সনি রামাদিন। দুই ইনিংস মিলিয়ে এই কিংবদন্তি স্পিনার ৭২ ওভার বোলিং করেন। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৬ উইকেট তুলে নিয়ে দলকে এনে দেন জয়। সেই ঐতিহাসিক জয়ের নায়ক সনি রামাদিন এবার পাড়ি জমালেন না ফেরার দেশে। মাত্র ১৯ বছর বয়সে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে উইন্ডিজের হয়ে অভিষেক হয়েছিল রামাদিনের। গত রোববার ৯২ বছর বয়সে তিনি মারা যান। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে ম্যাঞ্চেস্টার টেস্টে তার অভিষেক হয়েছিল। দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে কারণে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারে। দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়েছিলেন রামাদিন। ছবিটা পাল্টে যায় লর্ডসে। অফস্পিন করালেও একই বোলিং অ্যাকশনে লেগস্পিন করাতেও সিদ্ধহস্ত ছিলেন রামাদিন। ১৯৫০ সালের সেই সিরিজ জয়ে রামাদিনের পাশাপাশি অবদান রাখেন আলফ ভ্যালেন্টাইন। সিরিজ জয়ের পর তাদের নিয়েই ক্যালিপসো সুরকার লর্ড কিচেনার গান লিখেছিলেন, ‘দোজ টু লিটল পালস অব মাইন/রামাদিন অ্যান্ড ভ্যালেন্টাইন। ‘ প্রয়াত ধারাভাষ্যকার এবং ক্রিকেট ঐতিহাসিক টোনি কোজিয়ার বলেছিলেন, ‘তারা ছিলেন একে অপরের যোগ্য পরিপূরক। ‘ ১৯২৯ সালে ত্রিনিদাদের সেন্ট চার্লসে রামাদিন জন্মগ্রহণ করেন। দেশের হয়ে ৪৩টি টেস্ট খেলে শিকার করেন ১৪৩ উইকেট। সেরা বোলিং ফিগার ৪৯ রানে ৭ উইকেট। মূলতঃ অফস্পিন করালেও একই বোলিং অ্যাকশনে লেগস্পিন করাতেও সিদ্ধহস্ত ছিলেন রামাদিন। তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ার আরও উজ্জ্বল। ১৮৪ ম্যাচে নিয়েছেন ৭৫৮ উইকেট। মাত্র ১৫ রানে ৮ উইকেট প্রথম শ্রেণিতে তার সেরা বোলিং ফিগার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা