April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 7:16 pm

ক্যালিফোর্নিয়ার ২টি ফার্মে বন্দুক হামলায় নিহত ৭

এপি, ক্যালিফোর্নিয়া :

সান ফ্রান্সিসকোর দক্ষিণে একটি উপকূলীয় সম্প্রদায়ের এক মাশরুম খামার ও একটি ট্রাকিং ফার্মে সোমবার দুটি গুলির ঘটনায় সাতজন নিহত হয়েছে এবং একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিষয়টি দেশটির সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সান মাতেও কাউন্টি বোর্ড অব সুপারভাইজার প্রেসিডেন্ট ডেভ পাইন বলেছেন যে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে একটি শহর হাফ মুন বে-এর উপকণ্ঠে ফার্মে চারজন এবং ট্রাকিং ব্যবসায় নিয়োজিত তিনজন নিহত হয়েছেন।

অবস্থানগুললো কীভাবে সংযুক্ত ছিল তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

অঞ্চলটি প্রতিনিধিত্বকারী ক্যালিফোর্নিয়া রাজ্যের সিনেটর জোশ বেকার বলেন, পৃথক গোলাগুলিতে মানুষগুলো নিহত হয়েছে। সান মাতেও কাউন্টির সুপারভাইজার ডেভিড কানেপা টুইট করেছেন যে একটি মাশরুম খামারে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। সান মাতেও কাউন্টি শেরিফের অফিস বিকাল ৫টার ঠিক আগে টুইট করে জানায়, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শেরিফের অফিস আরও জানায়, এই মুহুর্তে সম্প্রদায়ের জন্য চলমান কোনো হুমকি নেই।

ওই এলাকার টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কোনো ঘটনা ছাড়াই এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।

উপর থেকে তোলা ছবিতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা কয়েক ডজন গ্রিনহাউজসহ একটি খামার থেকে প্রমাণ সংগ্রহ করছেন।

শনিবার রাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বলরুম ডান্স হলে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হন।

সান মাতেও কাউন্টি বোর্ড অব সুপারভাইজারের প্রেসিডেন্ট ডেভ পাইন এক বিবৃতিতে বলেন, ‘হাফ মুন বে-তে আজকের ট্র্যাজেডিতে আমরা মর্মাহত। মন্টেরে পার্কে ভয়াবহ গোলাগুলিতে যারা মারা গেছেন তাদের জন্য শোক প্রকাশ করার সময়ও আমাদের ছিল না। বন্দুক সহিংসতা বন্ধ করতে হবে।’