November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 7:17 pm

ক্রমশ ক্ষীণ হচ্ছে জোকোভিচের খেলার সম্ভাবনা

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের খেলার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। শনিবার বিশ্বের এক নম্বর টেনিস তারকার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সিডনিতে অনুষ্ঠিতব্য এটিপি কাপে অংশ নেবেন না। এই ঘোষণার পর মনে করা হচ্ছে, নতুন বছরে মেলবোর্ন পার্কেও খুব সম্ভবত দেখা যাবে না এই সার্বিয়ান মহাতারকাকে। অস্ট্রেলিয়ান ওপেনের আগে দেশটিতে অনুষ্ঠিত হবে এটিপি কাপ। বলা যেতে পারে, বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টেনিসের আগেই সেটাই প্রস্তুতির বড় মঞ্চ। তবে জোকোভিচের দলের এক সদস্য বলেছেন, ‘এই মুহূর্তে নোভাক বেলগ্রেডে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ৯৯ শতাংশ নিশ্চিত যে, জোকোভিচ এটিপি কাপে খেলবে না। সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে।’ এটিপি কাপে জোকোভিচের না থাকার অর্থ প্রকারান্তরে অস্ট্রেলিয়া না যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। মূলত করোনার টিকা গ্রহণ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে মতবিরোধ হয়েছে জোকোভিচের। তিনি টিকা নিয়েছেন কি না, সেটা ঘোষণা করতে চান না। অন্যদিকে অস্ট্রেলীয় সরকার কট্টর অবস্থান ধরে রেখেছে যে, টিকা না নিলে কাউকে ঢুকতে দেওয়া হবে না। জোকোভিচকে পাওয়া যাবে কি না, সে ব্যাপারে আয়োজকরাও ধোঁয়াশায় আছেন।