March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 18th, 2023, 8:39 pm

ক্রাইম থ্রিলার জনরার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’

অনলাইন ডেস্ক :

চরিত্রটা নিয়ে নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে বাস্তবের নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাকে ভালোবেসেছে। এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’ সহশিল্পী মিথিলা প্রসঙ্গে এই অভিনেতা বক্তব্য, ‘মিথিলা স্থির-ঠা-া মাথার অত্যন্ত ভালো একজন সহ-শিল্পী।’ রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে শায়লা চরিত্রে। এই চরিত্র নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউজ ওয়াইফ, কিন্তু তা নয়। তার ভেতর অনেক গল্প আছে।’ সিরিজের প্রধান দুই চরিত্র নাসির উদ্দিন খান ও মিথিলা প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘‘সিন্ডিকেট’ করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে তিনি চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছেন। তিনি অনেক ভেবে-চিন্তে কাজ করেন। অনেকদিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক ইমপ্রুভ করেছেন। তার এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড।’’ শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ আর এডিট ও কালার করেছেন রাশেদুজ্জামান সোহাগ। মিউজিক করেছেন খৈয়াম সানু সন্ধি। সিরিজটিতে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আব্দুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে। চরকি সূত্র জানায়, সিরিজটি ঈদের চাঁদ ওঠার খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই উন্মুক্ত করা হবে।