অনলাইন ডেস্ক :
নিউজিল্যান্ডের পেসার হামিশ বেনেট ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। ৩৫ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, ২০২১-২২ মৌসুমই হতে যাচ্ছে তাঁর শেষ। তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে ৩১ ম্যাচ খেলেছেন বেনেট। সর্বশেষ তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত সেপ্টেম্বরে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেটে বেনেটের অভিষেক হয় ২০১০ সালে। ২০১১ বিশ্বকাপেও খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বেনেটের অভিষেক হয়েছিল ২০০৫ সালে। ২৬৫ ঘরোয়া ম্যাচ খেলে বেনেট শিকার করেছেন ৪৮৯ উইকেট। অবসরের ঘোষণায় বেনেট বলেন, ‘একটি ছোট ছেলে হয়ে টিমারুর নেটে যখন বল করতে শুরু করেছিলাম, তখনো ভাবিনি এমন একটা ক্যারিয়ার উপভোগ করতে যাচ্ছি। ওল্ড বয়েজ টিমারু ক্রিকেট ক্লাব, যার সঙ্গে আমার ক্রিকেট শুরু, টিমারু বয়েজ হাই স্কুল, সাউথ কেন্টারবুরি ক্রিকেট, কেন্টারবুরি ক্রিকেট, ক্রিকেট ওয়েলিংটন ও নিউজিল্যান্ড ক্রিকেট এবং অন্য সেরা ক্লাব যাদের সঙ্গে আমি বছরের পর বছর খেলেছি, তারা সবাই আমার ক্রিকেটের স্বপ্ন অর্জনে সহায়তা করেছে।’ বেনেট আরো বলেন, ‘দারুণ সব খেলোয়াড়, অধিনায়ক ও কোচদের সঙ্গে আমি খেলেছি। তাদের সঙ্গে কাজ করায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। বছরের পর বছর ধরে আমাকে সমর্থন দেওয়ায় তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। নিউজিল্যান্ডের জন্য আমার পরিবার ও দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল সম্মানের। ওই সব স্মৃতি আর অভিজ্ঞতা হৃদয়ে ধারণ করে রাখার মতো। বাকি জীবন এই গল্পগুলো বলে যাব। ’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা