April 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 7:39 pm

ক্রিকেটাররা অস্বস্তিতে আছে: পাপন

নিজস্ব প্রতিবেদক:

নিউজিল্যান্ড সফররত বাংলাদশ জাতীয় ক্রিকেট দল এখন চরম অস্বস্তির মধ্যে আছে। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হলে দলের সবাইকে কোয়ারেন্টিনে বন্দি করা হয়। হোটেল রুমের বাইরে যাওয়া নিষেধ, অনুশীলনের তো প্রশ্নই আসে না। গতকাল শনিবার মিরপুরে বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেটাররা খুব অস্বস্তিতে আছে। তাঁরা দেশে ফিরতে চেয়েছিলেন; কিন্তু সফর বাতিলের সুযোগ নেই। পাপন বলেছেন, ‘গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার চার-পাঁচ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সুযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।’ দুই ম্যাচের এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের অন্তর্ভুক্ত। আগামী মঙ্গলবার পর্যন্ত নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পাপন। তিনি বলেন, ‘যদি ২১ তারিখের পর কোয়ারেন্টিন সময় আরো বাড়ানো হয় তাহলে আমরা নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে আলোচনায় বসব যে কী করা যায়। কারণ বাংলাদেশ সিরিজের এক সপ্তাহ পরই ওদের ওখানে অস্ট্রেলিয়া যাচ্ছে। তাই ওদের হাতেও সময় নেই।’