November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 11th, 2022, 7:38 pm

ক্রিকেট থেকে বিদায় নিলেন মরিস

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে মরিস লিখেছেন, ‘আজ আমি সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যারা আমার ক্যারিয়ারের যাত্রায় পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এই যাত্রা খুবই আনন্দের ছিল।’ খেলোয়াড় থেকে কোচ হয়ে যাচ্ছেন জানিয়ে মরিস লিখেছেন, ‘টাইটানস দলের কোচিংয়ের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। জীবন তো এখনই শুরু।’ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে আর খেলেননি মরিস। ৪২টি ওয়ানডে খেলেছেন মরিস। শিকার করেছেন ৪৮টি উইকেট, করেছেন ৪৬৮ রান। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ২৩টিসহ ২৩৪ টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে ২২.২১ গড় ও ৭.৭৮ ইকোনমি রেটে ২৯০ উইকেট। ১৫০.০৪ স্ট্রাইক রেটে ক্যারিয়ার শেষ করলেন তিনি। গত বছর আইপিএলে রেকর্ড গড়েছেন মরিস। টুর্নামেন্টের নিলাম ইতিহাসে সবচেয়ে বেশি সোয়া ১৬ কোটি রুপিতে তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।