April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 16th, 2023, 7:42 pm

ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড পেলেন যারা

অনলাইন ডেস্ক :

গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল ২৮ তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের আসর। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবিটি। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার উঠেছে ব্রেন্ডন ফ্রেজার ও কেট ব্ল্যাঞ্চেট-এর হাতে। একনজরে দেখে নিন কাদের হাতে উঠেছে এবারের ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড।
সেরা ছবি: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার, দ্য হোয়েল
সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট, টার
সেরা পার্শ্ব অভিনেতা: কে হুয়ে কুয়ান, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার
সেরা তরুণ অভিনেতা/অভিনেত্রী: গ্যাব্রিয়েল লাবেল, ফেবেলম্যানস
সেরা মৌলিক চিত্রনাট্য: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট,এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অ্যাডাপডেট স্ক্রিনপ্লে: সারাহ পলি, ওমেন টকিং
সেরা সিনেমাটোগ্রাফি: ক্লাউডিও মিরান্ডা, টপ গান: ম্যাভেরিক
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্লোরেন্সিয়া মার্টিন, অ্যান্টনি কার্লিনো, ব্যাবিলন
সেরা সম্পাদনা: পল রজার্স, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা কস্টিউম ডিজাইন: রুথ ই. কার্টার, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা চুল এবং মেকআপ: এলভিস
বিদেশী ভাষার সেরা ছবি: আরআরআর
সেরা কমেডি: গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি
সেরা অ্যানিমেটেড ফিল্ম: গুইলারমো দেল তোরো’স পিনোচিও
সেরা গান: নাটু নাটু, আরআরআর
সূত্র: নিউইয়র্ক টাইমস