April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 15th, 2023, 8:26 pm

ক্লাসিকো জার্সিতে রোজালিয়া ‘মোটোমামি’ লোগো পরবে বার্সা

অনলাইন ডেস্ক :

সপ্তাহের শেষদিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে নিজেদের জার্সিতে স্পোটিফাই প্রতীকের পরিবর্তে স্প্যানিশ পপ গায়িকা রোজালিয়ার লোগো পড়বে বার্সেলোনা দল। কাতালানরা বুধবার (১৫ মার্চ) একথা জানিয়েছে। চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয় বারের মতো ক্লাসিকো জার্সিতে পরিবর্তন আনলো বার্সেলোনা। গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে কানাডিয়ান র‌্যাপার ‘ওভো ওউল’ এর লোগো পরেছিল বার্সেলোনা। ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পোটিফাই’র সঙ্গে চার বছরের জন্য ২৮০ মিলিয়ন ইউরোর স্পন্সর চুক্তির অংশ হিসেবে ক্লাবটি তাদের জার্সিতে বিভিন্ন শিল্পির লোগো লাগানোর বিষয়ে সম্মত হয়েছে। রোজালিয়া হচ্ছেন স্পেনের সফল সঙ্গীত শিল্পীদের একজন, যাকে ফোর্বস দুইবার দেশটির বর্ষসেরা নারী শিল্পির খেতাবে ভুষিত করেছে। বার্সা জার্সির সামনের অংশে বসানো হবে তার ‘মোটোমামি’ লোগো। এটি তার তৃতীয় স্টুডিও এলবাম। যেটি প্রকাশিত হয়েছে ২০২২ সালে।