April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 7th, 2022, 7:50 pm

ক্লেরমন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করছে পিএসজি

অনলাইন ডেস্ক :

ক্লেরমন্টের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসৈুম শুরু করবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ ম্যাচ দিয়েই পিএসজির নতুন অধ্যায় শুরু করবেন নবনিযুক্ত কোচ ক্রিস্টোফ গালটিয়ার। পেশাদার ফুটবল লিগের (এলএফপি) বুধবার ঘোষিত সুচিতে নতুন মৌসুমের প্রথম ম্যাচে ক্লেরমন্টকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বছরের শুরুতে শিরোপা জয়ের মাধ্যমে সর্বশেষ ১০ মৌসুমে ৮টি লিগ শিরোপা জয় করা পিএসজি গত মঙ্গলবার তাদের নতুন কোচ হিসেবে গালটিয়ারকে পরিচয় করিয়ে দিয়েছে। সদ্য বিদায়ী আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। লিগ ওয়ানের সফলতা কাতারি মালিকানাধীন ক্লাবের জন্য একটি স্বাভাবিক ঘটনা, কারণ তাদের সমৃদ্ধ সাজঘরে আছেন নেইমার, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা তারকারা। ফরাসি ক্লাব ফুটবলে গত এক দশক ধরে প্রধান কোচ হিসেবে খ্যাতি লাভ করা গালটিয়ার গত মাসে নিস ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি। সেন্ট এতিয়েনের হয়ে দারুন সফলতার সঙ্গে আট বছর কাটিয়েছেন এই কোচ। এই সময় ২০১৩ সালের লিগ কাপের শিরোপা জয় করেন তিনি। পরে লিলিতে কাটিয়েছেন চার বছর। ২০২১ সালে ক্লাবটিকে পাইয়ে দিয়েছেন লিগ ওয়ানের শিরোপা। আগামী ৬ আগস্ট নতুন দল নিয়ে ক্লেরমন্ট সফরে যাবেন তিনি। যে দলটি গত মৌসুম শেষ করেছে রেলিগেশন জোন থেকে মাত্র এক ধাপ উপরে থেকে। একদিন আগেই অবশ্য মাঠে গড়াবে নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে নবাগত আজাসিও’র মোকাবেলা করবে লিয়ঁ।