জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধির আবেদনের প্রেক্ষিতে ড্রেন নির্মাণের উদ্যোগে নিয়েছে সিলেট সড়ক বিভাগ। এরই অংশ হিসেবে সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিয়ে লালাবাজার স্কুল ও কলেজের সম্মুখস্থ ড্রেন নির্মাণের স্থান পরিদর্শন করেন সিলেট সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, নবনির্বাচিত চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, লালাবাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, লালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী (বিশ্বনাথ) আব্দুল্লাহ আল মামুন, সড়ক বিভাগের সার্ভেয়ার আমজাদ হোসেন, ঠিকাদার ফখর উদ্দিন, সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতি নেতা ফয়জুর রহমান গেদুল, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল হক, আলম রেজা, সুহেল আহমদ সহ বাজারের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে নুরে আলম সিদ্দিকী লালাবাজারের ড্রেনেজ সমস্যার সমাধানে প্রস্তাবিত ড্রেন নির্মাণ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।
আলাপকালে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালাবাজার বাজার ব্যবস্থাপনা কমিটি ও লালাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পীর ফয়জুল হক ইকবাল জানান, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে পানি নিষ্কাশন ব্যবস্থার স্বল্পতার দরুণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ জলাবদ্ধতা নিরসনে সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী বরাবরে ড্রেন নির্মাণের আবেদনের প্রেক্ষিতে পরিকল্পনা সচিব ও স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের প্রচেষ্টায় অবশেষে অচিরেই ড্রেন নির্মাণের কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি