November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 24th, 2023, 8:11 pm

ক্ষতিপূরণ পাবেন তাসকিন-শরিফুল?

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের নিলামে সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে মুস্তাফিজকে ছাড়াপত্র দিলেও তাসকিন-শরিফুলকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলার ছাড়পত্র পেলে হয়তো মুস্তাফিজের মতো দল পেতে পারছেন তাসকিন-শরিফুল। এই দুই পেসারের ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে রোববার (২৪ ডিসেম্বর) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘তাসকিন ও শরিফুলকে না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি। এ দুজনই কিন্তু ইনজুরিপ্রবণ খেলোয়াড়। তাসকিন কিন্তু এখনো অনুশীলন করছে। সে বলছে অলমোস্ট ফিট।

আপনারা জানেন, ওয়ার্ল্ডকাপে সে কিন্তু শতভাগ ফিট ছিল না। সে কিন্তু ৫০ শতাংশ ফিটনেস নিয় খেলেছিল।’ এর আগে দেখা গেছে, যাঁদের আইপিএলের মতো টুর্নামেন্ট খেলার ছাড়পত্র দেয়নি বোর্ড, তাঁদেরকে আর্থিক প্রণোদনা বা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাসকিন নিজেও পেয়েছেন তেমন ক্ষতিপূরণ। এবার তাসকিন-শরিফুলের পাশে দাঁড়াবে বোর্ড? এমন প্রশ্নে জালালের উত্তর, ‘এটা ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়ের মধ্যে একটা পারস্পরিক সমঝোতা।’ তাঁর এমন কথায় বোঝা যাচ্ছে, এবারও প্রণোদনা পাবেন তাসকিনরা। এ

কই সংবাদ সম্মেলনে আজ প্রশ্ন উঠেছিল বাংলাদেশ ক্রিকেটে নাসুম আহমেদের ভবিষ্যৎ নিয়ে। তাঁকে জড়িয়ে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের অসৌজন্যমূলক আচরণের যে ব্যাপারটি সংবাদমাধ্যমে আসে, তারপর আর জাতীয় দলে নেই এই বাঁহাতি স্পিনার। তবে আগামী বছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে দেখা যাবে নাসুমকে? জালাল বললেন, ‘নাসুমের ব্যাপারে আমরা এখনো আলোচনা করিনি। ওকে আমরা মূলত টি-টোয়েন্টির খেলোয়াড় ভাবি। নির্বাচকদের এটা মাথায় আছে।’

কিন্তু যে নির্বাচকদের নিয়ে জালাল কথা বললেন, সেই প্যানেলের দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ শেষ আর সাত দিন পর, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর। সে নিয়ে কী ভাবছে বোর্ড? জালাল বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। প্রধান নির্বাচক পরিবর্তন করা। নতুন কাউকে দেওয়া বড় একটা ব্যাপার। সময় লাগবে। তবে আমরা সিদ্ধান্তে আসব। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের চুক্তি। এরপর বাড়ানো হবে কি হবে না, সেটা পরের ব্যাপার।’