April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 8:05 pm

ক্ষমা চাইলেন বোনুচ্চি

অনলাইন ডেস্ক :

স্পেনের বিপক্ষে নেশন্স লিগের ফাইনালে ওঠার ম্যাচে নিজে লাল কার্ড দেখে দলকে বিপদে ফেলায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, আরও শক্তিশালী দল হয়ে ওঠার। সান সিরোয় বুধবার রাতে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জেতে স্পেন। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়া ইতালিকে দ্বিতীয়ার্ধের পুরোটা খেলতে হয় ১০ জন নিয়ে। ম্যাচের ৪২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বোনুচ্চি। এর কিছুক্ষণ পরই দ্বিতীয় গোল হজম করে ইতালি। অনেকেই মনে করছেন, ইউভেন্তুস তারকার লাল কার্ডই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। কোচ রবের্তো মানচিনিরও অভিমত, বোনুচ্চি মাঠ ছাড়ার আগ পর্যন্ত ভালোভাবেই ম্যাচে ছিলেন তারা। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে লাল কার্ড দেখার জন্য অনুশোচনা জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। তার বিশ্বাস, এই হারের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াবে ইতালি। “আমি আপনাদের চেয়েও বেশি ক্ষুব্ধ, সবকিছুর আগে নিজের ওপর।” “আমি দুঃখিত এবং আমি ক্ষমাপ্রার্থী। এই ইতালি ঘুরে দাঁড়াবে এবং আগের চেয়ে শক্তিশালী হবে।” এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড ৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল রবের্তো মানচিনির দল। এর আগে সবশেষ দলটি হেরেছিল ২০১৮ সালে, পর্তুগালের বিপক্ষে নেশন্স লিগেই, গ্রুপ পর্বের ম্যাচে। রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ফ্রান্স কিংবা বেলজিয়ামের।