April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 30th, 2022, 9:38 pm

কয়লাভিত্তিক ১০ প্রকল্প বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে- এ বিবেচনায় ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিল করেছে সরকার। এসব প্রকল্পে ১২ বিলিয়ন ডলারের বিনিয়োগ হওয়ার কথা ছিল। রোববার (৩০ জানুয়ারি) এক সংলাপে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী। জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত থেকে পরিবেশ সুরক্ষায় সরকারের আন্তরিকতা বোঝাতে এই তথ্য জানান তিনি। বস্ত্র ও পোশাক খাতে সবুজ শিল্পে রূপান্তর বিষয়ক এই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রাজধানীর হোটেল ব্র্যাক ইনে অনুষ্ঠিত সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকায় সুইডিশ দূতাবাসের হেড অব মিশন ক্রিস্টিন জোহানসন। সংলাপ সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা হোসেন। সাবের হোসেন চৌধুরী আরও বলেন, বস্ত্র ও পোশাক খাতসহ সব ধরনের শিল্প খাতেরই সবুজায়ন চায় সরকার। সবচেয়ে বড় খাত হিসেবে বস্ত্র ও পোশাক খাতের উদ্যোক্তারা কী ধরনের নীতিসহায়তা চান পথ-নকশাসহ সে বিষয়ে একটি লিখিত চিঠি পরিবেশ মন্ত্রণালয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। এর মাধ্যমে আগামী বাজেটে মন্ত্রণালয়ের পক্ষ থেকেই চাহিদা জানানো হবে।