May 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 30th, 2023, 6:52 pm

খালেদাকে বিদেশে নেওয়ার বিষয়ে আইনি জটিলতা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) ভবনে আইডিইবির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতাদের দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। কিন্তু তার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার সাজা স্থগিত করে বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করেন। তার সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, খালেদা জিয়ার ভাই তাকে বিদেশে নিয়ে যাওয়ার আবেদন করলেও কিছু আইনি জটিলতা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এর পরে, আমরা যদি কিছু করতে চাই তবে আমাদের আইন অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।’

মার্কিন দূতাবাসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা রাস্তায় চারটি দেশের মিশনে বিশেষ নিরাপত্তা দিচ্ছিলাম। তাদের (মার্কিন) দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। মার্কিন দূতাবাসে সর্বাধিক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই চার দেশের রাষ্ট্রদূতরা যখন বাইরে যেতেন, আমরা কিছু মন্ত্রীদের মতো তাদের গাড়ির সামনে ও পেছনে পুলিশি নিরাপত্তা দিতাম।’

তিনি আরও বলেন, ‘আমরা নিরাপত্তা সেবার জন্য পুলিশের পরিবর্তে আনসার গার্ড রেজিমেন্ট নিয়োগ করেছি। তারা (আনসার) যেকোনো পরিস্থিতি সামাল দিতে সক্ষম ও উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত।’

—ইউএনবি