November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 2nd, 2024, 7:56 pm

খুলনায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তা কারাগারে

খুলনার ফুলতলায় কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১ জুলাই) বিকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান ও সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিরা হচ্ছেন- বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী।

মামলার বিবরণীতে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা করেন।

—–ইউএনবি