April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 15th, 2021, 6:53 pm

খুলনায় সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় আট জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ‌মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় তিনজন আসামি পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত থাকলেও বাকি তিনজনের অনুপস্থিতিতে বিচার করা হয়।

২০১৮ সালের ১৮ আগস্ট মোটরসাইকেলে তিনজনকে নিয়ে বংকিরার উদ্দেশে আসছিলেন মো. হাফিজ উদ্দীনের দুই ছেলে। সঙ্গে ছিল হাফিজের বড় ছেলের শ্বশুর। বেলতলারদাড়ি নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা তাদের ওপর আক্রমণ করে। আক্রমণে হাফিজের বড় ছেলে সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ মারা যান।

আদালত সূত্র জানায়, ঝিনাইদহের বংকিরা পশ্চিমপাড়া এলাকার হাফিজ উদ্দীন পেশায় একজন কৃষক। তার বড় ছেলে সাইফুল ইসলাম সাইফ বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে টাঈাইল জেলার ঘাটাইল আর্মি মেডিকেল ট্রেনিং সেন্টারে ও ছেলে মো: মনিরুল ইসলাম বাংলাদেশ নৌ বাহিনী কোস্টগার্ড বাহিনীতে কর্মরত।

—ইউএনবি