November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 9:07 pm

খুলনায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ফাঁসি

জেলা প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলার গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় তার স্বামী রফিক শেখকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছেন আদালত। অপর একটি ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদ- ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামি রফিক শেখকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবেদ শেখের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, গত বছর ১৫ আগস্ট রূপসা থানা পুলিশ দেবীপুর গ্রামের একটি পানের বরজের পাশ থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার মা হালিমা বেগম বাদী হয়ে গত বছর ১৬ আগস্ট থানায় মামলা করেন। ওই বছরের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. শাহাবুদ্দিন গাজী নিহতের স্বামী রফিক শেখকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মরিয়মের মাথায় ইট দিয়ে আঘাত ও পরে পুড়িয়ে হত্যার কথা উল্লেখ করা হয়। মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণের মাধ্যমে আসামি দোষী সাব্যস্ত হয়। বিচার শুরুর ৯ কার্য দিবসের মধ্যেই এ হত্যা মামলার রায় ঘোষণা করলেন আদালত।