March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 27th, 2021, 8:07 pm

খুলনা বিভাগকে হারিয়ে সিলেটের জয়

অনলাইন ডেস্ক :

জয়ের ভিত গড়া হয়েছিল আগের দিনই। সেই পথ ধরে শেষ দিনে এগিয়ে যেতে কোনো ভুল করেনি সিলেট বিভাগ। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া খুলনা বিভাগকে অনায়াসেই হারিয়েছে তারা। প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে হেরে যাওয়া সিলেট ঘুরে দাঁড়িয়ে তুলে নিল দারুণ এক জয়। সিলেট একাডেমি মাঠে জাতীয় লিগে প্রথম স্তরের ম্যাচে চতুর্থ ও শেষ দিনের খেলায় স্বাগতিকদের জয় ৪ উইকেটে। ২০৩ রানের লক্ষ্য তাড়ায় আগের দিন ৩ উইকেটে ১১২ রান তুলে ফেলে সিলেট। ৯১ রান দূরে থেকে বুধবার মাঠে নেমে আরও তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৩৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা জাকির হোসেন দিনের প্রথম ওভারেই বোল্ড হয়ে যান জিয়াউর রহমানের বলে। সেই ধাক্কা সামলে দলকে জয়ের দিকে এগিয়ে নেন জাকের আলি ও অলক কাপালী। তাদের ৩৩ রানের জুটি ভাঙে কাপালীর বিদায়ে। ২০ রান করে তিনি মিরাজকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। দারুণ খেলতে থাকা জাকেরকে ফিরিয়ে দেন নাহিদুল ইসলাম। কট বিহাইন্ড হন তিনি দুটি করে ছক্কা-চারে ৪১ রান করে। বাকিটা পথ দৃঢ়তার সঙ্গে পাড়ি দেন তানজিম হাসান ও শাহানুর রহমান। যথাক্রমে ১৮ ও ১৫ রান নিয়ে অপরাজিত ছিলেন দুইজন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া রেজাউর রহমান দ্বিতীয় ইনিংসে নেন ৫টি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন সিলেটের ডানহাতি এই পেসার।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ ১ম ইনিংস: ১৯৬
সিলেট বিভাগ ১ম ইনিংস: ১৭২
খুলনা বিভাগ ২য় ইনিংস: ৪৫.৫ ওভারে ১৭৮
সিলেট বিভাগ ২য় ইনিংস: (লক্ষ্য ২০৩) (আগের দিন ১১২/৩) ৮৪.৪ ওভারে ২০৫/৬ (জাকির ৩৭, জাকের ৪১, কাপালি ২০, শাহানুর ১৫*, তানজিম ১৮*; আল আমিন ১৮-৫-৪৪-২, রায়হান ১১-২-৩৩-০, মিরাজ ৩২-৯-৭৬-২, জিয়াউর ১৩-৪-১৬-১, রবি ৩-০-৮-০, নাহিদুল ৬.৪-০-১৬-১, মিঠুন ১-১-০-০)।
ফল: সিলেট বিভাগ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: রেজাউর রহমান।