খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম মারা গেছেন। শনিবার (৪ নভেম্বর) দিবাগত ভোর রাত ৪টা ৪৫ মিনিটে ৬৭নং হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বলেন, ‘আমার আব্বা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার (দিবাগত) ভোরে ইন্তেকাল করেছেন। আমরা দুই ভাই ও চার বোন। আম্মা আগেই মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘মরহুমের জানাজার নামাজ বাদ আছর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।’
কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামে মৃত্যুতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি