বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের উপস্থিতি হ্রাস পেয়েছে, এমনকি অনেক ভোটকেন্দ্র প্রায় জনশূন্য বলা যায়।
প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে ইউএনবির খুলনা প্রতিনিধি জানান, সকাল ১১টা পর্যন্ত গড়ে ১১ শতাংশ ভোট পড়েছে।
২৫ নম্বর ওয়ার্ডের অধীনে শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ৯ দশমিক ০২ শতাংশ ভোটারের উপস্থিতি বিশেষভাবে কম ছিল।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রনজিত কুমার বিশ্বাস জানান, মোট ১ হাজার ৪৯৩ জন নিবন্ধিত ভোটার থাকা সত্ত্বেও সকাল ১১টার মধ্যে মাত্র ১৩৫টি ভোট পড়েছে।
একইভাবে, ১৮ নম্বর ওয়ার্ডের অধীনে দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রেও ১০ দশমিক ২৫ শতাংশ হারে কম ভোটার উপস্থিতি দেখা গেছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মানিক জানান, ১ হাজার ৬৫৮ জন নিবন্ধিত ভোটারের মধ্যে সকাল ১১টার মধ্যে মাত্র ১৭০ জন ভোট দিয়েছেন।
১৯ নম্বর ওয়ার্ডে, ন্যাশনাল হাইস্কুল কেন্দ্রে ১১ শতাংশ ভোটার উপস্থিতির খবর পাওয়া গেছে।
২৭ নম্বর ওয়ার্ডের দুজন প্রিসাইডিং অফিসার জানিয়েছেন যে পিটিআই মহিলা কেন্দ্রে ৭ দশমিক ০২ শতাংশ ভোট পড়েছে, যেখানে পুরুষ কেন্দ্রে সকাল ১১টা নাগাদ ৯ শতাংশ ভোট পড়েছে।
তবে ১৭ নম্বর ওয়ার্ডে খুলনা কলেজ কেন্দ্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। ওই কেন্দ্রে ২ হাজার ৮৬৮ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৩৩ জন সকাল ১১টার মধ্যে ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ১৮ দশমিক ৫৮ শতাংশ।
খুলনা সিটিতে মেয়র পদে পাঁচজন, ৩১টি সাধারণ কাউন্সিলর পদে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৩ নং ওয়ার্ডে এস এম খুরশীদ আহমেদ টোনা ও ২৪ নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনা সিটি করপোরেশনে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি