November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 20th, 2024, 2:44 pm

খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফসিডি) সংলগ্ন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশের এক্সিট র‍্যাম্প (নামার রাস্তা) বুধবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে র‍্যাম্পের উদ্বোধন করেন। এ নিয়ে এখন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১৬টি র‍্যাম্প খুলে দেওয়া হলো।

সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে ব্রিজের উপর উদ্বোধনের আগে কাদের বলেন, ‘এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। আজ কারওয়ান বাজার র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশবাসীর জন্য ঈদ উপহার।’

তিনি আরও বলেন, ‘এই প্রকল্প এ বছরের মধ্যে শেষ হবে না। সামনের বছরের শুরুতে পুরোটা খুলে দিতে পারব। এরপর হাতিরঝিলের র‍্যাম্প খুলে দেওয়া হবে। সেভাবেই কাজ চলছে।’

রমজান মাসে ঢাকার যানজট বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রমজানে মানুষ ঈদ ভারাক্রান্ত হয়। শপিংমলে যায়। যানজট একটু থাকবেই। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তো যানজট হচ্ছে না। মানুষ কম সময়ে যাচ্ছে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। আস্তে আস্তে ঠিক হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন।

এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার এবং এর ৩১টি র‍্যাম্পের মাধ্যমে এক্সপ্রেসওয়েতে ওঠানামা করা যাবে।

প্রকল্প পরিচালক জানান, এক্সপ্রেসওয়ের ৭২ দশমিক ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে এবং হাতিরঝিল ও পান্থকুঞ্জ অংশে কাজ চলছে।

২০১১ সালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের সঙ্গে সংশোধিত চুক্তি সই করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

—-ইউএনবি