September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 19th, 2022, 8:39 pm

খেলা দেখা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়ায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলায় দুই দলকে সমর্থন দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

রবিবার (১৮ ডিসেম্বর) রাতে সদর উপজেলার হাটশ হরিপুর বাজারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাঁদ আলীকে (৩৬) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে সায়েম আলী চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলা উপলক্ষে হাটশ হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে।

ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন দেয়াকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকেরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে।

কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল শোধ দিলে ব্রাজিলের সমর্থকেরা আবারও সেখানে এসে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে দলটির সমর্থকেরা নাচানাচি শুরু করে।

এসময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত সায়েম আলীর শ্যালক হাসিবুর রহমান রিজু জানান, দুলাভাই সায়েম আলীর বাড়ির পাশেই খেলা চলছিল। খেলা নিয়ে বাগবিতন্ডা হয়। মারামারি ঠেকাতে গিয়ে সায়েম আলী চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. জহুরুল ইসলাম জানান, হরিপুরে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

—-ইউএনবি