জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে যুবদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ ও ধর্মীয় সাম্য ও ন্যায়বিচারের প্রবেশাধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার উপজেলা প্রশাসনিক হলরুমে ধর্মীয় সাম্য ও ন্যায়বিচারের নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এশিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর সাদাত এস সিবলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মোঃ আসাদ।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সুজন মহানগর সভাপতি বেনজির আহম্মেদ, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ ইরফানুল বারী, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা বেগম শরীফা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সমন্বয়কারী অ্যাডভোকেট দীলরুবা রহমান, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ হাসান সাঈদ।
সভায় উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার, যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান, স্টেডফাস্ট কুরিয়ার প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, হরিজন, ইয়ুথ, নারীনেত্রীসহ বিভিন্ন পেশা ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি