জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা ভিত্তিক সংলাপ উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী প্রগতী সংঘ এবং সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড) এর আয়োজনে ও ইউএন ওমেন এর সহযোগিতায় দিনব্যাপী সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। সীডের সভাপতি রেজিনা সাফরীনের সভাপতিত্বে সংলাপে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাংলাদেশ ২০১৯-২০২৫ উপস্থাপন করেন সীডের নির্বাহী পরিচালক সারথি রাণী সাহা।
সংলাপে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, ওসির প্রতিনিধি এসআই বুলবুল, যুব উন্নয়ন অফিসারের প্রতিনিধি জয়নুল আবেদীন, শ্যাডোর নির্বাহী পরিচালক সরওয়ার জামিল, ডাসের নির্বাহী পরিচালক চাঁদ মিয়াসহ ধর্মীয় প্রতিনিধি, নারীনেত্রী, সাংবাদিক, ইয়ুথ লিডার অংশগ্রহন করে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সুপারিশ ও মতামত প্রদান করেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি