জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
স্কাউটিং করি, স্মার্ট বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস, গঙ্গাচড়া উপজেলা রংপুর এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা বুধবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলা সভাপতি নাহিদ তামান্না কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস কমিশনার ও ধামুর পুর্বপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান।
উপজেলা কাব লিডার সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক, জেলা স্কাউটস সম্পাদক আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলায়মান আলী, স্কাউটস সহসভাপতি ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আখের মিঞা, স্কাউটস সম্পাদক আবুল কাশেম।
আলোচনা শেষে কাউন্সিল অধিবেশনে পুনরায় কমিশনার হিসেবে মতিয়ার রহমান, সম্পাদক হিসেবে আবুল কাশেম ও সহসভাপতি হিসেবে আব্দুল আখের মিঞা, ১ নং কমিশনার হিসেবে গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল হক ও উপজেলা কাব লিডার হিসেবে সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনকে স্কাউটস বিধি অনুযায়ী নির্বাচিত করা হয়।
এছাড়াও স্কাউটস বিধি অনুযায়ী অন্যান্য সকল পদে নির্বাচিত করা হয়। এর আগে কাউন্সিল সভার শুরু জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিল সভায় এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভিসহ কাব লিডার, ইউনিট লিডার, গ্রুপ সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি