জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরে গঙ্গাচড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এ প্রতিপাদ্যে রোববার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়ার আয়োজনে ও ইসলামি ক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর হতে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না প্রধান অতিথি হিসেবে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ সময় ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, পিআইও সজীবুল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী সারাবান তহুরা, তথ্য সেবা অফিসার তাসনীম খুশবী সরকারসহ ইসলামিক রিলিফ ও জানো প্রকল্পের প্রতিনিধি এবং শিক্ষার্থী ও নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি