জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায় (২য় ধাপে) বুধবার (৯ আগষ্ট) জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে গঙ্গাচড়া উপজেলায় ১১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। বিটিভিতে সরাসরি প্রচারিত প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাল্টিপারপাস হলরুমে দেখানো হয় এবং জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, ওসি দুলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, সমাজসেবক আবুল হোসেন ফটিক, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। গণভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই প্রধানমন্ত্রীর পক্ষে গঙ্গাচড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১১৪টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের দলিল তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগম, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নাসহ অতিথিবৃন্দ। সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলায ৪র্থ পর্যায়ের ১ম ধাপে ৮৬ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে এর আগে দেওয়া হয়েছে। এছাড়া ১ম পর্যায় ২ শত, ২য় পর্যায় ২ শত ও ৩য় পর্যায় ২ শত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি