জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে আপন দুই ভাইয়ের ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও বিক্রির জন্য বালু পরিবহনে ২টি মাহেন্দ্র ট্রলি ৬ মাসের জন্য আটক রেখেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, কোলকোন্দ ইউনিয়নের চেংডোবা এলাকার ইয়াছিন আলী ওরফে ইয়াছিন মাকরা ওই এলাকার তিস্তা বাঁধের ধার থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা নিজের মাহেন্দ্র ট্রলিতে বহন করে দুই ছেলেকে দিয়ে বিক্রি করে আসছে। প্রতিদিন বালু নিযে ট্রলি চলাচলের কারণে এলাকার রাস্তা নষ্ট হয়ে যাচ্ছিলো। ফলে মানুষজন ক্ষুব্ধ হয়ে উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধের অবগত করে। এদিকে গত বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা চেংডোবা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মাহেন্দ্র ট্রলিতে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় ইয়াছিনের ২টি ট্রলি বালুসহ চালক তার দুই পুত্র কামাল মিয়া (২৪) ও জামাল মিয়া (২২) কে আটক করে। পরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ভাইয়ের ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও মাহেন্দ্র ট্রলি ২ টি ৬ মাসের জন্য থানায় আটক রাখেন। অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসআই গোপালসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অন্যদিকে ইয়াছিন মাকরার ট্রলি আটক ও ছেলেদের কারাদন্ড দেওয়ায় এলাকার মানুষজন স্বস্তি পেয়ে প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি