April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 24th, 2022, 2:35 pm

গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা, সরঞ্জাম ধ্বংস

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ও রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের সীমানা এলাকা পুর্ব খলেয়া বাগান বাড়িতে ২৪ অক্টোবর সোমবার যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা ও বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনসহ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ ও রংপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইমরুল মোজাক্কিন। রংপুর কেরানি পাড়ার মৃত সেকেন্দার আলীর পুত্র আতিকুল ইসলাম ভুঁইয়া দীর্ঘদিন ধরে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাগান বাড়িতে স্তুুপ করে তা বিক্রি করে আসছিলো। ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার অবৈধভাবে বালু উত্তোলনে মেশিনসহ সরঞ্জাম ধ্বংস করেন এবং সদরের সহকারী কমিশনার (ভূমি) ১ লক্ষ টাকা জরিমানা করেন। এদিকে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে আস পাশের ফসলি জমি হুমকির মুখে পড়ে। এলাকাবাসী বালু উত্তোলন বন্ধের দাবি করে আসছিলো। প্রভাবশালী আতিকুলের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করায় এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে। তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সেখানে নজর রাখার অনুরোধ জানায়। ভবিষ্যতে আর জেন ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে।