জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা আশ্রয়ণ প্রকল্পে বিশেষ উঠান বৈঠক উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এ বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। শনিবার বিকেল ৫ টায় বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা তাসনিম খুশবি সরকার। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় উঠান বৈঠকে চিফ হুইপ কন্যা মালিহা তাসনিম জুই, বিরোধী দলীয় চিফ হুইপ প্রতিনিধি মমিনুর ইসলাম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমানসহ জাতীয় পার্টির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নারীসহ এলাকার নারীরা অংশগ্রহন করে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি