জেলা প্রতিনিধি, রংপুর:
‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় দিনব্যাপী প্রকল্প অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার (২১ জুন) উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। গঙ্গাচড়া উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে কর্মশালায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবির মহাপরিচালক এস.এম মাসুদুর রহমান, প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম বিআরডিবি রংপুরের উপপরিচালক রাবেয়া সুলতানা। আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। প্রকল্প সম্পর্কে অবহিত করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আনিসুর রহমান খন্দকার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার আসাদুজ্জামান। অবহিতকরণ কর্মশালায় প্রাণীসম্পদ অফিসার ডাক্তার জোবায়দুল কবীর, কৃষি অফিসার শরিফুল ইসলাম, সিনিয়র মৎস অফিসার দীপা রানী বিশ্বাস, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, ৬ ইউপি চেয়ারম্যানসহ বড়বিল ও মহিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। ইরেসপো ২য় পর্যায় প্রকল্পের আওতায় বড়বিল ও মহিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ২০০ জন ছাত্রীদের নিয়ে ২ টি কিশোরী সংঘ গঠন করা হয়। তাদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয় জমানোর বিপরিত দ্বিগুন প্রণোদনা দেওয়া হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি