জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব সরকারপাড়ায় (চর ছালাপাক) মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) ২য় পর্যায় শীর্ষক প্রকল্প মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমফোরসি প্রকল্পের পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, জেলা সমবায় অফিসার আব্দুস সবুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জান চয়ন, গঙ্গাচড়া পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমান, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, পল্লী উন্নয়ন একাডেমীর কর্মকর্তা, সুবিধাভুগী কৃষকরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী আরডিএ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন এমফোরসি’র ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় পোর্টেবল সোলার ইরিগেশন পাম্প পদ্ধতিতে মিষ্টি কুমড়া উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি