November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 12:03 pm

গঙ্গাচড়ায় কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চীনাবাদাম, ভুট্টা, সূর্যমূখী ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ১৩ নভেম্বর রোববার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা,কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাবিবুর রহমান, উপসহকারি কৃষি অফিসারগণসহ সুবিধাভোগী কৃষক উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ৮৮০ জনের প্রত্যেকে ২০ কেজি করে গম, ৭৮০ জনের প্রত্যেকে ২ ভুট্টা ২ কেজি করে, ২১০০ জনের প্রত্যেকে ১ কেজি করে, ৫০ জনের প্রত্যেকে ১ কেজি করে সূর্যমূখী, ৮০ জনের প্রত্যেকে ১০ কেজি করে চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ৩০ জনের প্রত্যেকে ১ কেজি করে বীজ পর্যাক্রমে বিতরণ করা হবে। এছাড়া প্রত্যেক কৃষককে ডিএপি ও এমওপি ১০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হবে।