জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের জনগোষ্টির ঋুঁকি নিরুপণ ও ঋুঁকিহ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অংশগ্রহণমূলক কর্মশালা বুধবার (২৪ আগষ্ট) অনুষ্ঠিত হয়। কোর কম্প্রেহেনসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ রংপুরের বাস্তবায়নে কর্মশালা মর্নেয়া ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান। বিষয়ের আলোকে উপস্থাপন করেন আরডিআরএস বাংলাদেশ রংপুরের কৃষি কর্মকর্তা খন্দকার মোঃ মাসুদ রানা। আরো বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল বারী স্বপন, আরডিআরএস গঙ্গাচড়া অফিসের এফএফ (টিএলজিবিভিএজি) রসরাজ কুমার রায় প্রমুখ। ইউনিয়নের সোস্যাল ম্যাপে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ উপস্থাপন করেন ভলান্টিয়ার শাহ আলম রাশেদ ও শফিকুল ইসলাম। এ সময় ইউপি সচিব আব্দুর রাজ্জাক, আরডিআরএস এর এফএফ তাপস কুমার রায়সহ ইউপি সদস্যসহ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি