November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 6th, 2022, 12:10 pm

গঙ্গাচড়ায় জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
সারাদেশের ন্যায় ৫১তম জাতীয় সমবায় দিবস রংপুরের গঙ্গাচড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে ৫ নভেম্বর শনিবার দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন। সরকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন ওসি তদন্ত মমতাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কালব এর সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠুসহ সমবায়ীগণ। সকল কর্মসূচিতে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, ইন্সট্রাক্টর লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটন, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞাসহ সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।