April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 8:27 pm

গঙ্গাচড়ায় নৌকা প্রতীক আগুনে পোঁড়ানোর ঘটনায় আটক ১

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া :
রংপুরের গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীর কর্মী ও সমর্থকদের মাঝে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে যে ইউনিয়নের নৌকা ও লাঙ্গল প্রতীকের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে সে ইউনিয়নে উত্তেজনা বেশী। এর মধ্যে নোহালী, আলমবিদিতর ও লক্ষীটারী ইউনিয়নে নৌকা ও লাঙ্গল প্রতীকের কর্মী ও সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর উপজেলার সকল ইউনিয়নে প্রশাসন ও পুলিশ টহল বাড়ানো হয়েছে। এদিকে গত শনিবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে নোহালী ইউনিয়নে নৌকা মার্কার প্রতীকে অগ্নিসংযোগ ও বঙ্গবন্ধুর এবং প্রধানমন্ত্রীর ছবির অবমাননা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নৌকার প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ টিটুল লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফ আলীসহ তার কর্মী ও সমর্থককে দায়ী করে থানায় ও রির্টানিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন। আবুল কালাম আজাদ টিটুল বলেন, আমার জনপ্রিয়তা দেখে লাঙ্গলের লোকজন পরিকল্পনাভাবে এ ঘটনা ঘটিয়েছে। অপরদিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফ আলী টিটুলের অভিযোগ ভিত্তিহীন বলে আখ্যায়িত করে বলেন, টিটুল ২ বার চেয়ারম্যান থাকা অবস্থায় ইউনিয়নের অধিকাংশ মানুষকে নানাভাবে হয়রানী করে আসে। এ কারণে তার জনপ্রিয়তায় ধস নেমেছে এবং আমার জনপ্রিয়তা বেশী দেখে সাধারণ মানুষের মনে আবেগ তৈরী করতে সেই পরিকল্পনা করে এ ন্যাক্কার জনক ঘটিয়ে আমিসহ আমার কর্মী-সমর্থকের ওপর দোষ চাপায়। তিনি প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠ তদন্ত দাবি করেন। অন্যদিকে নৌকা প্রতীক আগুনে পোঁড়ানোর ঘটনায় থানা পুলিশ লাঙ্গল প্রতীকের কর্মী রাকিবুল ইসলাম নামে ১ জনকে আটক করেছে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনর্চাজ সুশান্ত কুমার সরকার জানান, আটক রাখিবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা সাভাবিক রাখতে পুলিশি টহল আরো বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য যে, নোহালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের বাড়ির সামনে ও লাঙ্গল প্রতীক প্রার্থী আশরাফ আলীর বাড়ির পাশে কচুয়া গ্রামের বাঁধের ওপর নৌকা প্রতীক ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গানো ছিল। গত শনিবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে নৌকা প্রতীকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীরা একে অপরকে দায়ি করে পাল্টা-পাল্টি মিছিল করে।