জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়ায় নির্বাচিত পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন বিজেআরআই রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আবুল ফজল মোল্লা, জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, জেলা পাট উন্নয়ন অফিসার একেএম মাহবুব আলম বিশ্বাস। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে চাষীদের পরামর্শমূলক বক্তব্য দেন প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার। উপসহকারী পাট উন্নয়ন অফিসার রেজাউল করিমের উপস্থাপনায় প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। উপজেলার ৫০ জন চাষী উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাটবীজ উৎপাদন, কর্তন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, আশ ছড়ানো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি