April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 8:25 pm

গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা

জেলা প্রতিনিধি. রংপুর :
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রংপুরের গঙ্গাচড়ায় দিনব্যাপী কর্মশালা সোমবার (১৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। ভার্চুয়ালে জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ অঙ্গীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ। এ উদ্যোগের সাথে রয়েছে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় উন্নয়নের অংশীদার হিসেবে উপজেলার সমন্বিত উদ্যোগ এ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। তাই সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায় সমস্যা চিহ্নিত করা গেলে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহনে তা কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালা পরিচালনা ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। কর্মশালায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। আয়োজনকারী প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিশিষ্টজন, এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করে ৫টি গ্রুপে ভাগ হয়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বাস্তবায়নে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ তুলে ধরে।