November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 24th, 2022, 8:31 pm

গঙ্গাচড়ায় মিষ্টি আলুর মাঠ দিবস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় উচ্চ ভিটামিন এ সমৃদ্ধ বারি মিষ্টি আলু-৮ এর প্রদর্শণীর মাঠ দিবস বৃহস্পতিবার (২৪ মার্চ) দক্ষিণ কোলকোন্দ গ্রামের পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ইএসডিও জানো প্রকল্পের উদ্যোগে ও উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় প্রদর্শণীর জন্য চাষাবাদকৃত আলুর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী ছদরুল আলম। জানো প্রকল্পের পিএম মারুফ আহম্মেদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন জানো প্রকল্প কেয়ার এর টিও (এন,এস,এ) নীহার কুমার প্রামানিক, উপসহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, সাংবাদিক আব্দুল বারী স্বপন, কমিউনিটি সার্পোট গ্রুপের আহবায়ক নুর আমিন প্রমুখ। অনুভুতি প্রকাশ প্রকাশ করেন কৃষাণী শেফালী বেগম ও কৃষক কাজী গোলাম রুবেল। এ সময় উপসহকারি কৃষি অফিসার শারমিন আক্তার জাহান, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মাসুদ রানা, এফও হাবিবা খাতুন, রিপন, নয়ন, খোকন, জানো প্রকল্প তারাগঞ্জের এফও নাজনীন সুলতানা রুমা, সিভি শারমিন সুলতানা বৃষ্টি, আঞ্জুমানারা বেগম মিনিসহ সুধিজন ও এলাকার কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মিষ্টি আলু-৮ এর পুষ্টির গুনাগুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কৃষকদের চাষাবাদের জন্য পরামর্শ দেন। তিনি আরো বলেন, সরকার কৃষকের কথা চিন্তা করে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে নানামুখী কর্মসূচি গ্রহন করেছে। কৃষকদের প্রণোদনা দিচ্ছে। সরকারের এ উদ্যোগ কৃষি বিভাগ বাস্তবায়ন করছে। কৃষি বিভাগের সাথে সমন্বয় করে এ ধরণের উদ্যোগ গ্রহন করে জানো প্রকল্প বাস্তবায়ন করায় প্রকল্পের প্রশংসা করেন এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। #