November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 8:40 pm

গঙ্গাচড়ায় সরকারি ফ্রন্ট লাইন স্টাফদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
গঙ্গাচড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সহযোগিতায় বিভিন্ন দপ্তর ভিত্তিক সরকারি ফ্রন্ট লাইন স্টাফদের দুই দিন ব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ২২-২৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে গঙ্গাচড়া উপজেলার কৃষি, প্রাণী সম্পদ, প্রাথমিক শিক্ষা এবং পরিবার পরিকল্পনা বিভাগ থেকে মোট ২৫ জন সরকারি ফ্রন্ট লাইন স্টাফরা অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসাবে প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো: এরশাদ উদ্দিন পিএএ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: মো: আসিফ ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা মো: নুরুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা: হোসনেয়ারা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাগমা শিলভিয়া খান। দুই দিন ব্যাপী পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জানো প্রকল্প ইএসডিওর গঙ্গাচড়ার কর্মকর্তাবৃন্দ।