জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) গঙ্গাচড়া উপজেলা শাখা কমিটির আয়োজনে সশস্ত্রবাহিনী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে সোমবার (২১ নভেম্বর) সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। অসকস উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার সিনিয়র সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারণ সম্পাদক সার্জেন্ট গোলাম রব্বানী সিগস (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, অসকস উপজেলা ও জেলা শাখার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরনবী হাসান বীর (অবঃ)। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল আব্দুল মালেক ইবি (অবঃ)। সমাজ সেবক নুর আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন, প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা ও জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, বাংলার চোখ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী গোলাম রব্বানী রতন, সার্জেন্ট মুজিবুর রহমান (অবঃ) প্রমুখ। আলোচনার শুরুতে সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে অতিথিবৃন্দসহ অসকসের সদস্যগণ জাতীয় ও সশস্ত্রবাহিনী পতাকা উত্তোলন করনে। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। ইউপি চেয়ারম্যান, অসকস বাংলাদেশ উপজেলা শাখা কমিটির সদস্যগণ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সশস্ত্রবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি