November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 8:07 pm

গঙ্গাচড়ায় সাব রেজিস্ট্রারের নিয়মিত অফিস করার দাবিতে দলিল লেখকদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় সাব রেজিস্ট্রারের নিয়মিত অফিস করার দাবিতে দলিল লেখকরা সোমবার (৮ নভেম্বর) কর্মবিরতি পালন করেছে। জমি দলিল করতে আসা সাধারন মানুষজন চরম ভোগান্তির শিকার হয়ে ফেরত গেছে।
দলিল লেখকরা জানান, গঙ্গাচড়ায় দ্বায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার সপ্তাহের কর্ম দিবসের মাত্র ১ দিন এখানে অফিস করেন। নিজ কর্মস্থল গঙ্গাচড়ায় ১ দিন অফিসে সময় দিয়ে তিনি ২ দিন রংপুর সদর ও পীরগাছায় ২ দিন অতিরিক্ত দ্বায়িত্ব হিসাবে অফিস করেন। এদিকে দ্বায়িত্বে থাকা কর্মস্থলে সাব রেজিস্ট্রার ১ দিন সময় দেওয়ায় জমি দলিল করতে আসা সাধারন মানুষজন চরম ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়া দলিল লেখকরা হতাশা প্রকাশ করে নিয়মতি না হলেও কর্ম দিবসের কমপক্ষে ২ দিন অফিস করার দাবিতে কর্মবিরতি পালন করেছে। দলিল করতে বড়াইবাড়ীর লেবু মিয়া জানান, তিনি গত সপ্তাহ থেকে ৩ দিন দলিল করতে এসে না পেরে ফেরত যান। এ রকম সাধারন মানুষকে হয়রানী করা ঠিক নয়। দলিল লেখক সমিতির সভাপতি চাঁদ সরকার বলেন, গঙ্গাচড়ার দ্বায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার নিজ কর্মস্থলে ১ দিন সময় দিয়ে অন্যখানে ৪ দিন সময় দেয়। এতে আমাদের নানা সমস্যা হয় এবং দলিল করতে মানুষজন হয়রানী হয়। আমরা মানুষের ভোগান্তি দুর করতে সাব রেজিস্টার নিয়মিত না হলেও কর্ম দিবসের কমপক্ষে ২ দিন অফিস করার দাবিতে কর্মবিরতি করেছি। সাব রেজিস্টার ফজলে রাব্বী এ ব্যাপরে জানান, আমি আমার উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে রংপুর সদও ও পীরগাছায় ২ দিন করে এবং গঙ্গাচড়ায় ১ দিন অফিস করছি।