September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 8th, 2022, 8:24 pm

গঙ্গাচড়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
আমার দু-হাতের সাথে সাংবাদিকরা আরেক হাত, সরকারি দায়িত্ব পালনে গঙ্গাচড়া উপজেলার উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্ত দরকার। জাতির বিবেক হিসেবে আপনারা আমাকে সহযোগিতা করবেন। সোমবার বিকাল ৪ টায় রংপুরের গঙ্গাচড়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরশাদন উদ্দিন পিএএ মতবিনিময় কালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানুষ মাত্র ভুল, আমার অথবা উপজেলা যে কোন কর্মকর্তা-কর্মচারির কাজ করতে গিয়ে ভুল হতে পারে। সেটা আপনাদের নজরে গেলে সংবাদ প্রকাশের আগে আমাকে জানাবেন। আমি অব্যশই সেটা সংশোধন করে নিব। আর ভুলটা সংশোধনের মাধ্যমে সঠিক হলে সংবাদ প্রকাশের প্রয়োজন মনে হয় হবে না। এটুকু সহযোগিতা করবেন। তিনি গঙ্গাচড়াকে মাদক, জুয়া ও বাল্যবিবাহ মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাব সভাপতি সাজু আহম্মেদ লাল, সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান। সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, সহসভাপতি কমল কান্ত রায়, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, রিপোর্টাস ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু, যুগ্ন সম্পাদক নির্মল রায, বাংলাদেশ প্রেসক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, সদস্য আব্দুল বারী বাবু, প্রেসক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংবাদিক নুরুল হুদা নাহিদ প্রমুখ। এর আগে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সুধীজনেন সাথে মতবিনিময় করেন নবাগত ইউএনও। এছাড়া তিনি উপজেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য, গত ৬ জানুয়ারী গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ এরশাদ উদ্দিন পিএএ।এর আগে তিনি বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।