May 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 6:27 pm

গঙ্গাচড়া গণহত্যা দিবস স্বীকৃতি ও শংকরদহ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

১৩ ডিসেম্বর ‘গঙ্গাচড়া গণহত্যা দিবস’ স্বীকৃতি ও শংকরদহ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে বিকেল ৪ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া কেন্দ্রীয় শহিত মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। চলো হাসি ছড়াই সংগঠনের উদ্যোগে এ দাবি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম। চলো হাসি ছড়াই সংগঠনের সভাপতি আদনান সামীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক স্বপন চৌধুরী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, শংকরদহে শহীদ পরিবারের প্রতিনিধি শহীদ ফজর আলীর ছেলে আকবর আলী। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় অনুষ্ঠানে শংকরদহ গ্রামে ১৩ ডিসেম্বর শহীদ পরিবারের সদস্যগণ, চলো হাসি ছড়াই সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল হাসান, প্রতিষ্ঠাতা সদস্য ইমরান হোসেনসহ সকল সদস্য ও সুধিজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে দেশ স্বাধীনের মাত্র আগে ১৩ ডিসেম্বর গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামে রাজাকারদের সহযোগিতায় পাকিস্তান হানাদার বাহিনী তান্ডব চালায়। বকুল তলা মসজিদে জহরের নামাজ পড়ার সময় এবং গ্রামের নিরহ মানুষের উপর গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। ওইদিন একই সাথে নামারত ৮ জনসহ ২২ জনকে হত্যা করে। মসজিদের মেজে শহীদের রক্তে রঞ্জিত হয়।