November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 31st, 2023, 7:47 pm

গভীর সাগরে আটকা পড়া ১৪ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া এফবি কাজী নামের একটি বোট থেকে ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড টিম।

বুধবার (৩০ আগস্ট) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

উদ্ধার হওয়া জেলেরা সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা।

তিনি বলেন, গত (২৩ আগস্ট) ফিশিং বোটটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে গত (২৬ আগস্ট) আনুমানিক রাত দেড়টায় ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।

গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্টগার্ডের নিয়মিত টহল জাহাজ সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে টানা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আনুমানিক বেলা দেড়টার দিকে ১৪ জন জেলেকে উদ্ধার করে।

তিনি বলেন, ইঞ্জিন বোটটি গভীর সমুদ্রে সাঙ্গু মোহনা থেকে আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর হতে ভাসতে ছিল। অক্ষত অবস্থায় সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়। জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্টগার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটি কোস্টগার্ড স্টেশন সাঙ্গুর কাছে হস্তান্তর করা হয়।

পরে জেলেদের ফিশিং বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় কোস্টগার্ড।

—-ইউএনবি